খেলাধুলা ডেস্ক: নাজমুল হোসেন শান্তর দলকে যেন শেখালেন, কীভাবে ব্যাটিং করতে হয়। যে উইকেটে ব্রায়ান বেনেট ও বেন কারেনের জুটি বিনা উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেন, সেই উইকেটেই টাইগারদের হালদিশা অবস্থা—মাত্র ৬১ ওভারেই গুটিয়ে যায় পুরো ইনিংস।
প্রথম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও, হাতে ১০ উইকেট নিয়ে জিম্বাবুয়েই এখন চালকের আসনে।
ম্যাচের দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। হঠাৎই নিয়াউচির বলে বেনেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এই ওপেনারের ব্যাট থেকে আসে ১২ রান। উইকেটে থিতু হতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। নিয়াউচির শিকার হয়ে তিনিও ফেরেন ১৪ রানে।
এরপর জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত ও মুমিনুল। ৪০ রান করা শান্তকে ফিরিয়ে ৬৬ রানের জুটি ভাঙেন মুজারাবানি। মুশফিকও ফেরেন ৪ রান করে, আর ফিফটি তুলে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। দাঁড়াতে পারেননি মিরাজ ও তাইজুলও। মুজারাবানির তৃতীয় শিকার হন ১৯ রান করা হাসান মাহমুদ।
মাত্র ৬১ ওভারেই ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও মাসাকাদজা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম