প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৬:১৯ এ.এম
দি মিলিনিয়াম ইউনিভার্সিটি রেজিস্ট্রার মাহমুদা খাতুনের অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি : "দি মিলিনিয়াম ইউনিভার্সিটি রেজিস্ট্রার এর অপসারণ দাবি" ঢাকার রাজারবাগে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় দি মিলেনিয়াম ইউনিভার্সিটির রেজিস্ট্রার মাহমুদা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠায় শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করেছে। রেজিস্টার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের মধ্যে শিক্ষার্থী ভর্তি, শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষকদের সাথে বাজে আচরণ করে নিজের অবস্থান ধরে রেখেছে বলে অভিযোগ উঠেছে। প্রতি মাসে দামী উপহার না দিলে কোনো শিক্ষক, কর্মকর্তা এখানে টিকতে পারে না। শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে শিক্ষার্থীদের ই কোনো সার্ভিস দেওয়া হয় না। ইউজিসি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর রাখা তো দূরের কথা সিনিয়র কোনো শিক্ষক ই নাই। মাত্র ৫/৬ জন লেকচারার ও ২/১ জন পার্টটাইম শিক্ষক নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় চলে। রেজিস্ট্রার ইচ্ছা করে নিজের ক্ষমতা দখল করে রাখার জন্য সবাইকে ভয় দেখিয়ে চেয়ারপারসনের কাছে কোন খবরও পৌঁছাতে দেয় না। অনিয়মের বিষয়ে ইউজিসি কয়েক দফা চিঠি দিলেও তা পাত্তা দেননি রেজিস্ট্রার। শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে গেলে তাদেরকে বহিষ্কারের হুমকি সহ আরো নানা ধরনের হুমকি দেন রেজিস্ট্রার মাহমুদা খাতুন। ক্লাস পার্টি বা যে কোন অনুষ্ঠানে কোন শিক্ষার্থী শিক্ষকদের কেক খাওয়ালে উনি ক্ষেপে যেতেন এবং গালিগালাজ করতেন কেন উনাকে খাওয়ানো হয়নি বলে। কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলাতেও শিক্ষার্থীদের বারবার বাধার সম্মুখীন হতে হয় এই রেজিস্টার এর জন্য। রেজিস্ট্রারের এমন অনিয়ম ও দুর্নীতির ফলে বিশ্ববিদ্যালয় টি এখন মৃত প্রায়। সব মিলিয়ে শ'খানেকের কিছু বেশি শিক্ষার্থী রয়েছে। তাই সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা রেজিস্ট্রার এর অপসারণের দাবিতে আন্দোলন করছে। কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগও দিয়েছে তারা। কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় নিয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড