গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সজলের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা ব্রিজের কাছ থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাটাইমসকে জানান, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কিরণ তাকে জানিয়েছেন ফয়সাল আহমেদ সজলকে রামপুরা ব্রিজের কাছ থেকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
রিজভী বলেন, ‘কিরণই আমাকে ফয়সালের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন।’
রামপুরা থেকে সজলকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধারের কথা ঢাকাটাইমসকে জানান বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এদিকে ফয়সাল আহমদ সজলের উদ্ধারের কথা ঢাকাটাইমসকে নিশ্চিত করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি । তিনি বলেন, ‘বর্তমানে সজলকে একটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানতে পেরেছি।’
ফয়সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম