মোঃ রাজিব তালুকদার:ঝালকাঠীর কাঠালিয়ায় গতকাল শুক্রবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঃ ফয়েজুল আলম সিদ্দিকী ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কাঠালিয়ার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এখানে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঃ ফয়েজুল আলম সিদ্দিকী ও দায়িত্ব প্রাপ্ত কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ, তদন্ত অফিসার, মোঃ ইউনুচ মিয়া, কাঠালিয়া উপজেলা প্রোগ্রাম অফিসার সহ কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান, কাঠালিয়া সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান অতিথি করে আলেচনা সভা করা হয়। আলোচনা শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম