নিখোঁজের ৭ দিন পর নওগাঁর সাপাহারে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর সংলগ্ন তাজপুর হাড়িপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামের সুকুমার কুমারের ছেলে সুমন কুমার (২৫) গত ৩১ সেপ্টম্বর নিখোঁজ হয়। আজ সকালে তাজপুর গ্রামের এক ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই পুকুরে গেলে পুকুরের পানিতে ঝোঁেপর মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে গ্রামে খবর দেয়। এরপর বিষয়টি জানাজানি হলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় লাশটি ফুলে ফেঁপে চেহারার বিকৃতি ঘটলে লাশের পরনের কাপড় দেখে তার পরিবারের লোকজন লাশটিকে সনাক্ত করে। পুলিশ প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ উদঘাটন করতে না পারলেও এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে ছেলেটি নেশা করতো এবং অনেক দিন থেকে সে মৃগি রোগে ভুগছিল।
সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আর নিহত যুবক নিখোঁজের দিনই তার পরিবারের পক্ষ থেকে থানায় তার মৃগি রোগ রয়েছে বলে একটি নিখোঁজ ডায়েরী করেছিল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড