নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে টেলিভিশন নিউজ চ্যানেল সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব (৩৮) ওপর হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শহরের প্রবেশ পথে শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে নড়াইল সদও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার শিকার সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহওে প্রবেশ পথে শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহত সাংবাদিক সজিব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইল শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে শেখ রাসেল সেতুর উপরে পৌঁছানো মাত্রই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,‘ঘটনাটি শোনা মাত্রই পুলিশ নড়াইল সদর হাসপাতালে ছুটে যায়। আহত সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমি নিজেই উপস্থিত থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড