1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

নতুন মাইলফলক স্পর্শ করলেন বিলি আইলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক: হলিউড থেকে শুরু করে বিশ্বের মিউজিক অঙ্গন সবখানেই শোনা যায় তার কণ্ঠস্বর। যার জাদুর কণ্ঠস্বরে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা। তিনি হলেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী বিলি আইলিশ। মাত্র ২৩ বছর বয়সী তরুণ গায়িকা বিলি আইলিশ এবার এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন, তার গাওয়া হিট গান ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ তাকে এনে দিয়েছে দুটি গ্র্যামি মনোনয়ন।

২০২৪ সালে প্রকাশিত তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ থেকে এই গানটি এবার ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘সং অব দ্য ইয়ার’ ও ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে চলেছে। গত শুক্রবার মনোনয়ন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, বিলি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ওয়াইল্ড ফ্লাওয়ারের জন্য সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার মনোনীত হয়েছি, আমি কৃতজ্ঞ।

প্রকাশিত সেই পোস্টে, একটি নীলাভ মঞ্চের ছবিতে তাকে দর্শককে স্বাগত জানাতে দেখা যায়। আর তার অনুরাগীরা মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছা এবং আসন্ন ফেব্রুয়ারি ২০২৬-এর অনুষ্ঠানেও এই মর্যাদাবান পুরস্কার জয়ের জন্য শুভকামনা জানিয়েছেন। ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানটি ২৩ বছর বয়সী বিলি আইলিশ নিজেই লিখেছেন তার বড় ভাই ফিনিয়াস ও’কনেল-এর সঙ্গে।

ফোক-পপ শৈলীর এই গানটি দোষবোধ, উদ্বেগ, অনিশ্চয়তা এবং অস্বীকারের অনুভূতিকে কেন্দ্র করে তৈরি, এবং স্পটিফাইতে এই গানটি ১.৬৪ বিলিয়ন স্ট্রিম পেয়েছে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে এই গানের স্ট্রিমের সংখ্যা ছাড়িয়েছে ২.৩ বিলিয়ন। বিলির এই সাফল্য প্রমাণ করছে, কেবল প্রতিভা নয়, বরং তার অনুভূতি ও আবেগই বিশ্বব্যাপী শ্রোতাদের মন জয় করছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews