নরসিংদীত: নরসিংদীতে কথিত ডাকাতের হামলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে; এ ছাড়া আহত হয়েছেন তার স্বামী। পরিবার ডাকাতের হামলা বলে দাবি করলেও পুলিশ ডাকাতির আলামত পায়নি বলে জানিয়েছে। শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চর লাখপুর গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে তাদের ওপর এই হামলা হয়। নিহত নার্গিস আক্তার (২২) ওই গ্রামের মুরগির খামারি লোকমান মিয়ার (২৫) স্ত্রী। নার্গিসের মামা আবু সিদ্দিক বলেন, নার্গিসের শ্বশুড়বাড়ির লোকজন রাত ৩টার দিকে মোবাইল ফোনে জানান, ডাকাতরা নার্গিসকে কুপিয়ে হত্যা করেছে। আর লোকমানকে কুপিয়ে আহত করেছে। রাতেই পরিবারের লোহজন লোকমানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, লোকমানকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায়, ঘাড়ে, হাতে, পায়ে ও পেটে কোপানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আজাদ বলেন, লোকমানের বাড়ি গিয়ে ডাকাতির আলামত পাওয়া যায়নি। কথিত ডাকাতরা কোনো মালপত্র নেয়নি। এটি আসলে ডাকাতের হামলা নাকি পরিকল্পিত হত্যাকা- তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড