আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। আহত ১৬ জন। খবর, বিবিসি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় দেশটির জামফারা রাজ্যের ইসলামিক বোর্ডিং স্কুলটিতে আগুন লাগে। সেসময় শিক্ষার্থীরা সবাই ঘুমিয়ে ছিলো। নিহত শিশুদের বয়স ১০ থেকে ১৬ বছরের মাঝে।
আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে, স্কুলটির অবস্থানের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের।
কর্তৃপক্ষের ধারণা, স্কুলের পাশের একটি ভবনে প্রথমে আগুন ধরে। পরে, স্কুলের দালানে ছড়ায়।
পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেছেন, আগুন নেভাতে হিমশিম খেয়েছে কর্মীরা। তিনি বলেন, দমকলকর্মীরা সময়মতো উপস্থিত হলেও, বাড়ির দিকে যাওয়ার রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড