নিউইর্য়কের ব্রনক্সে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শহরের ব্রঙ্কস পৌর এলাকার প্রসপেক্ট অ্যাভিনিউয়ের একটি ভবনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিওর বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পর পরই ১৬০ জনের বেশি ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে ছুটে যান। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
স্থানীয় একটি স্কুলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম