আমেজ ও হৃদয়ের উষ্ণতায় নতুন বছর ২০১৮ সালকে বরণ করে নিয়েছে আমেরিকাবাসী। এজন্য নিউইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যগতভাবে স্থানীয় সময় রাত ১২ বাজতে এক মিনিট আগে (বাংলাদেশ সময় বেলা ১০টা ৫৯ মিনিট) চোখ ধাঁধানো ওয়াটারফোর্ড ক্রিস্টাল (Waterford crystal) বল ড্রপ-এর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় আমেরিকাবাসী।
নিউইয়র্ক ডেইলি নিউজ এর অনলাইনে বলা হয়েছে, এ বছর ইংরেজি বছরকে বরণ করে নিতে টাইমস স্কয়ারে জড়ো হয় ১০ লাখেরও বেশি মানুষ। তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে তারা নতুন বছরকে বরণ করতে সেখানে উপস্থিত হয়। খবরে আরও বলা হয়, বর্ষবরণের জন্য মার্কিনিরা সন্ধ্যা থেকে টাইমস স্কয়ারে জড়ো হয়। এ সময় তাদের বিনোদিত করার জন্য সন্ধ্যা থেকে রাত ১২.১৫ মিনিট পর্যন্ত চলে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড