অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠন তাদের নির্বাচন আয়োজন করতে পারবে না।
নির্দেশনার আওতায় রয়েছে পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সব সংগঠনের নির্বাচন। এসব সংগঠনকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন আয়োজন করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগাম এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও সংগঠনকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড