অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাতজনিত কোনো স্মৃতিভ্রংশ (মেমোরি লস) হয়নি এবং ভবিষ্যতেও এর আশঙ্কা নেই।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “আমরা প্রথমে তার মাথার ইনজুরি নিয়ে বেশি চিন্তিত ছিলাম। প্রথম সিটি স্ক্যানে সামান্য রক্ত জমাট দেখা গিয়েছিল, তবে পরে আর কোনো সমস্যা ধরা পড়েনি। নিউরোসার্জারি বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এরকম আঘাতে মেমোরি লস হওয়ার কোনো সুযোগ নেই।”
পরিচালক জানান, বর্তমানে নুরুল হকের কিছুটা জ্বর রয়েছে। এটি ভাইরাসজনিত বা আঘাতজনিত কারণেও হতে পারে। তার ঠাণ্ডাজনিত অ্যালার্জির পুরনো সমস্যাও আছে। জ্বর কমে গেলে দ্রুত হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।
চিকিৎসকরা জানান, নুরুল হকের নাকের হাড় ভেঙে গিয়েছিল, সেখান থেকে রক্তপাত হচ্ছিল। পরে তা বন্ধ হয়েছে। চোয়ালের হাড় ফ্র্যাকচার থাকায় সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চোখে রক্ত জমাট বাঁধলেও বর্তমানে দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা নেই।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক গুরুতর আহত হন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে তিনি ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা শুরু করা হয়।
আইএসপিআর জানায়, ওই রাতে সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্যও আহত হন। সরকার ইতোমধ্যে এই হামলা ও সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড