
অনলাইন ডেস্ক
নেইমারের এমন আচরেণ বেশ বিস্মিত হয়ে পড়েন সিলভা। তিনি বলেন, ‘নেইমার আমার ছোট ভাইয়ের মতো। তাকে সব সময় আগলে রাখার চেষ্টা করি আমি। তবে ম্যাচে তার আচরণে খুবই অপমানিত হয়েছি।’ তবে এজন্য নেইমারকে খুব একটা দোষও দেননি তিনি। সিলভা বলেন, ‘তার উদ্দেশ্য খারাপ ছিল না। কোস্টারিকা তখন সময়ক্ষেপনের চেষ্টা করছিল। তবে অপমান করায় আমার খারাপ লেগেছে।’কোস্টারিকার বিপক্ষে গোল পাওয়ার পর আনন্দে কেঁদে ফেলেন নেইমার। এতো বড় তারকার অতি আবেগ অপ্রয়োজনীয় বলে মনে করেন সিলভা। তিনি বলেন, ‘নেইমার এখন অনেক বড় তারকা। তাকে তার আবেগের উপর আরও নিয়ন্ত্রণ করতে হবে।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড