খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে ভিন্ন এক কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। গেল আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি।
আজ বুধবার পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না। নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড। গত সোমবার সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানালেন, উডের চুক্তির মেয়াদ আর বাড়ছে না। তিনি বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, কয়েকটা দিনের জন্য। এবং এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনব বা তার মতো কাউকে আনব। বাংলাদেশে স্থায়ী চাকরি ছিল না উডের, তাই এখন তিনি অন্য কোথাও যোগ দেবেন। সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড