বিনোদন ডেস্ক : রিয়েলিটি শো'তে জনপ্রিয় পাওয়া মাঈনুল হাসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।
বুধবার (২ জুন) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসশামস জগলুল হোসেনের আদালতে মামলাটি দাখিল করেন ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ। এদিন মামলার বাদী গীতিকার ইথুন বাবুর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। জবানবন্দি রেকর্ড শেষে নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।
মামলায় মানহানিসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায়ও নোবেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
ভারতের জি বাংলার সারেগামাপা দিয়ে আলোচনায় আসা তরুণ এই কন্ঠশিল্পী ফেইসবুকে নানা বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচিত হচ্ছিলেন। গেল কয়েক মাসে দেশের জ্যেষ্ঠ সংগীতশিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন নোবেল।
সম্প্রতি ফেইসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেওয়া এক পোস্টে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করে নোবেল। সেই সূত্র ধরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন তিনি। এর আগে, ইথুন বাবু ঢাকার হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম