নওগাঁর নিয়ামতপুরে চাল নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নারগিস বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্বামীকেও মেরে হাত ভেঙে দেয়া হয়। নিয়ামতপুর উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার সকালে নারগিসের শাশুড়ীকে চাল দেয়াকে কেন্দ্র করে বউ শাশুড়ীর মধ্যে সামান্য ঝগড়া হয় । এ ঘটনায়কে কেন্দ্র করে ঘটনার দিন রাতে শাশুড়ীর মেয়ে জামাই এবং অন্য ছেলেরা নার্গিস ও তার স্বামীকে বেদম মারপিট করে। এতে নারগিস গুরুতর আহত হন। তার স্বামীর ডান হাত ভেঙে যায়।
নার্গিসের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয় । সেখান থেকে সোমবার সকালে বাড়ি নিয়ে আসার পথে মারা যান নার্গিস।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম