পদমর্যাদা, টেকনিক্যাল বেতন স্কেলসহ চার দফা দাবিতে পঞ্চগড়ের স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। আজ সকাল থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে। বাংলাদেশ হেল্থ এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করছে তারা।
স্বাস্থ্য সহকারীরা জানায়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দেয়। ঘোষণার পরেও দাবিগুলো এতদিন বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। এতে জেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। জেলার ১ হাজার ৩৫ টি টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে। জেলার ১২৯ জন স্বাস্থ্য সহকারি স্বাস্থ্যসেবাদান থেকে বিরত রয়েছেন ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম