আন্তর্জাতিক ডেস্ক: এক বন্দি আইএস জঙ্গির জেল ওয়ার্ডেনকে খুনের চেষ্টার অভিযোগে তোলপাড় চলছে। আইএস জঙ্গি সন্দেহে ধৃত মুসা জেলের মধ্যেই এই খুনের চেষ্টা করেছিল বলে জানা গেছে। রোববার সকালে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক ওয়ার্ডেনের গলায় ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে সে।
জেল সূত্রের খবর, একটি চামচকে ধারালো করে মুসা পরিকল্পনা মাফিক এক ওয়ার্ডেনের গলায় আগাত করে। কারারক্ষীরা ছুটে গিয়ে ওই ওয়ার্ডেনকে উদ্ধার করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
পরে সেখান থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই মুসার উপর নজরদারি বাড়িয়েছে। কেন সে এই হামলা চালালো তা জানার চেষ্টা চলছে বলে জেল সুত্রে বলা হয়েছে। গত বছর মসিউদ্দিন ওরফে মুসাকে সিআইডি গ্রেপ্তার করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড