বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সামরিক শক্তির সাথে তাল মিলিয়ে চলছে নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলছে ভারত। আর তারই জের ধরে এবার রাশিয়া খুব শিগগিরই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে। সম্প্রতি ভারত সফরে এসে এমনটাই জানিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। জানা গেছে, এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে।
এর আগে নয়াদিল্লিতে রাশিয়ার উপর-প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারত সকল ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে রাশিয়ার আরও ঘনিষ্ঠ সহযোগিতা চায়। ২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়া ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়। আর সেই মতো মনে করা হচ্ছে শিগগিরই ভারতের হাতে এস-৪০০ চলে আসবে বলে দাবি তার।
জানা গেছে, শত্রুর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা থেকে একই সময়ে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। যেকোনো ট্যাকটিক্যাল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশে দুই থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করে ফেলতে পারবে এস-৪০০ ব্যবস্থা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড