পাবনার বেড়ায় নেশার টাকা না পেয়ে মা-ভাইসহ খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতক ওই যুবকের নাম তুহিন (১৭)। সে ওই গ্রামের মিঠু ওরফে মিঠু ডাকাতের ছেলে এবং ভারেঙ্গা একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। নিহতরা হলেন- মা বুলবুলি বেগম (৫০), খালা মরিয়াম বেগম (৪৫) ও ছোট ভাই তুষার(১১)।
ঘাতকের স্ত্রী রুনার (১৭) বরাত দিয়ে স্থানীয়রা জানায়, তুহিন নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করলে সে গরু জবাই করা ছুরি দিয়ে কোপায়। এ সময় তার খালা ও ছোটভাই এগিয়ে আসলে তাদেরকেও সে উপুর্যপরি কোপায়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান। ঘটনার পর তুহিন বাড়ি থেকে পালিয়ে যায়। তার স্ত্রী বিষয়টি পরে গ্রামের লোকজন ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আলম খানের কাছে জানায়। পরে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ সুপার জিহাদুল কবির ও তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরে এ ব্যাপারে তারা বিস্তারিত জানাবেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম