লোকসভার অধিবেশন চলাকালে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বের সময় মনোযোগী না হওয়ায় ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীকে তিরস্কার করেছেন লোকসভার স্পিকার।
প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে শিবসেনার সংসদ সদস্য হেমন্ত তুকারাম গডসে একটি সম্পূরক প্রশ্ন জিজ্ঞেস করেন ভোক্তা অধিকার বিষয়ক প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভেকে। হেমন্ত তুকারামকে আবারও প্রশ্নটি করতে বলেন তিনি।
ওই সময় স্পিকার ওম বিরলা বলেন, ‘সম্মানিত মন্ত্রী, প্রশ্নে মনোযোগ দিন। ভালোভাবে শুনুন।’ একই সঙ্গে ওই প্রশ্ন না করার জন্য তুকারাম গডসেকে নির্দেশ দেন লোকসভা স্পিকার ওম বিরলা। তিনি বলেন, ‘আমি আরেকবার সুযোগ দিচ্ছি। তবে একই প্রশ্ন জিজ্ঞেস করবেন না।’
এ সময় লোকসভায় শিবসেনার নেতা অরবিন্দ সাওয়ান্ত নিজ আসন থেকে উঠে গডসের কাছে যান। অরবিন্দ সাওয়ান্ত নিজ দলের সদস্যকে স্পিকার নির্দেশ বুঝিয়ে দেন। এরপর গডসে আরেকটি প্রশ্ন করলে ভোক্তা অধিকার বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান দাঁড়িয়ে জবাব দেন। পাঁয়ে চোট পাওয়া রাম বিলাসের পাশেই তার প্রতিমন্ত্রীর আসন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম