কক্সবাজারের টেকনাফে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ ধুমপ্রাংবিল এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাংবিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনা (৪৫)।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, ছুরিকাঘাতের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি।
স্থানীয়রা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে জামাই। এরপর শ্যালক জাকির (১৬) এসে দুলা ভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাই ও শাশুড়ি মারা যান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম