অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
ড. মুহাম্মদ ইউনূস লরেন ড্রেয়ারকে বলেন, বর্ষাকালে চারপাশে সবুজ আর পানির সমারোহ দেখা গেলেও বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে। এর জন্য নিরবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। বর্তমানে পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোর সংযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। সেই অঞ্চলে স্কুল, শিক্ষক এবং চিকিৎসকের অভাব রয়েছে। তবে সরকার ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কাজে লাগবে।
স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেন, আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। তবে এত দক্ষতা ও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে কোথাও দেখিনি। স্পেসএক্স অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এমন ব্যবস্থা চালু করতে চাই। রোগীদের চিকিৎসা ইতিহাস ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা পরবর্তী চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। গর্ভাবস্থার সময় মহিলাদের প্রায়ই চিকিৎসকের কাছে যেতে পুরুষের সহায়তা দরকার হয়। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারবেন।
এ সময় লরেন ড্রেয়ার বলেন, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে আপনার (ড. ইউনূস) উদ্যোগগুলো প্রশংসনীয়। দুর্নীতি একটি বড় সমস্যা। দুর্নীতি বন্ধ করতে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসন ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমাদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম