রংপুরে নর্থস্টার নামে একটি প্রাইভেট হাসপাতালে এক প্রসূতির নগ্ন ভিডিু ধারণ করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমিনুল ইসলাম মামুন। তিনি ওই হাসপাতালের ওটি ইনচার্জ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন রোগীর স্বজনরা।
পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমূলবাড়ীর এক গৃহবধূ প্রসব পরবর্তী ইনফেকশন নিয়ে ১৫ই মে নগরীর ধাপ এলাকার নর্থস্টার হাসপাতালে ভর্তি হন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিংয়ের সময় প্রসূতিকে নগ্ন করে মোবাইলফোনে ভিডিও ধারণ করেন আমিনুল ইসলাম মামুন। বিষয়টি বুঝতে পেরে রোগী তাৎক্ষণিক তার স্বামীকে জানান। পরে তার স্বজনরা মামলা করলে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল মিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড