সাধারণত ছুটির দিন হলেই রাস্তায় নামে তারা। ফাঁকা রাস্তায় প্রাইভেট কারে করে বের হয় তিন থেকে চারজন। রিকশা আরোহী বা পথচারীদের ব্যাগ টেনে দ্রুত চলে যায় এই ছিনতাইকারী চক্র। চক্রের দুই সদস্যকে রাজধানীর মিরপুর থেকে ছিনতাই কাজে ব্যবহূত একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আব্দুল আউয়াল হাওলাদার ও মোহাম্মদ বেলাল। গত মঙ্গলবার রাতে সেকশন-১, সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, ২৬শে জানুয়ারি ভোরে মিরপুরের সেকশন-৬, ব্লক-ক, প্রশিকা অফিসের বিপরীতে স্বপ্ন শপের সামনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে গ্রেপ্তারকৃত আউয়াল ও বেলালের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে সাদা রঙের একটি করোলা প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ ১৩-৪৬৫৬) তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলফোনও জব্দ করা হয়। তারা দুজনই মহাখালীর সাততলা বস্তিতে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকাগুলোয় বেশিরভাগ রিকশা যাত্রীদের টার্গেট করে। যাত্রীদের কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মহিলাদের ভ্যানিটি ব্যাগটি ইত্যাদি সুযোগ বুঝে ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া কখনো কখনো রিকশার গতিরোধ করে অস্ত্র দেখিয়ে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের দৃষ্টি এড়ানোর জন্য প্রাইভেটকারের নম্বর প্লেট বরাবর পেছনে উঁচু বাম্পার ব্যবহার করে। তারা ছিনতাইকাজে বেশির ভাগ ভোরের সময়টাকেই বেছে নেয়। ছুটির দিনেই বেশিরভাগ ছিনতাই করে থাকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম