রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন আর নতুন নয়। তবে এবার নায়িকার কথায় বোঝা গেল এ ধরনের গুঞ্জনে যেন খুশিই হয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আলিয়া। এতে রণবীরের সঙ্গে তার রসায়ন ও প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমি খুশি যে মানুষ রণবীরের সঙ্গে আমার রসায়ন নিয়ে আলোচনা করছে। কারণ আমরা একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করছি, যেটি আগামী বছর মুক্তি পাবে। আর যারা আমাদের রসায়ন নিয়ে কথা বলছে তারা বরং আমাদের সিনেমাটি দেখবেন।’ আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শুটিং শুরুর পর থেকেই বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। পর্দার বাইরে বাস্তব জীবনেও তাদের রসায়ন নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এদিকে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘রাজি’। এতে অভিনয়ের জন্য দর্শকদের বাইরে চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এছাড়া বক্স অফিসেও বেশ ভালো আয় করেছে সিনেমাটি। আলিয়া আরো বলেন, ‘সত্যি বলতে কী, এটি আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। আমি কখনো কল্পনা করিনি, এর শুরু এতটা ভালো হবে। এটি এতই ভালো হয়েছে যে, আমরা সবাই এখনো অনেকটা ধাঁধার মধ্যে আছি। বক্স অফিস সাফল্য আমার জন্য নয়, বরং চিত্রনাট্যের জন্য হয়েছে। রাজি খুবই দারুণ একটি সিনেমা এবং যেদিন আমি প্রথম এটির চিত্রনাট্য পড়েছি, সেদিন থেকেই বুঝতে পেরেছি। সিনেমাটির অংশ হয়ে সেহমতের মতো চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।’ হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আলিয়া ভাট একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড