স্টাফ রিপোর্ট : রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ওই মোটরসাইকেল সড়কের উপর গর্তে পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে একজন নিহত ও আরও একজন আহত হয়। এর আগে, একইদিন সকাল ৮টার দিকে ভাঙ্গাগামী একটি পিকআপ রাস্তার ওপর গর্তে পড়ে ড্রাইভারসহ দুইজন আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতায় দুর্ঘটনা দুইটি ঘটেছে। এই দুর্ঘটনার দায় তাদের নিতে হবে।
সড়ক ও জনপথ বিভাগ রাস্তা মেরামত ও রাস্তা সম্প্রসারণে কাজ করছে। ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত মহাসড়কের ওপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী রাস্তার গর্তগুলো দ্রুত মেরামতের জোর দাবিও জানিয়েছে ইতোমধ্যে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজৈর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল উপজেলার আউড়ামাঠ এলাকায় সড়কের গর্তে পড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন ২ জনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও একজন আহত হয়। এসময় আরোহীর মরদেহ রাস্তার ওপর টুকরো টুকরো হয়ে পড়ে থাকে।
উল্লেখ্য, ফায়ারসার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড