প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঝুলে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের ভাগ্য। আজ ফাইনালের টিকিট কাটার এই লড়াইয়ে সাকিবের হায়দ্রাবাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।
হায়দ্রাবাদ ও কলকাতার মধ্যকার এ ম্যাচে যে জিতবে তারাই আগামী ২৭ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বিপক্ষে শিরোপা লড়াইয়ে মোকাবেলা করবে। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।
আইপিএলে পুরো আসর জুড়ে বেশ দারুণ কাটিয়েছে হায়দ্রাবাদ। কিন্তু শেষের দিকে এসে ছন্দ হারায় অরেঞ্জ আর্মিরা। টানা পরাজয়ের পরে শেষ ম্যাচেও চেন্নাইয়ের কাছে নাটকীয় ভাবে হেরে যায় তারা।
অপরদিকে কলকাতা আসরে বেশ ভালো না করলেও শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে। তাছাড়া আজকের ম্যাচে তাদের বড় শক্তি হলো হোম ভেন্যূ। ইডেনের শক্তি ছাড়াও শেষ কয়েক ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে দিনেশ কার্তিকের দল। সবকিছু মিলিয়ে আজ অনেক কঠিন লড়াইয়ের একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমিরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম