আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো উদ্ভট তত্ত্ব দেন তিনি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নতুন এ তত্ত্ব সামনে আনলেন।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি কৃর্তপক্ষ চাইলে সৌদি আরবের ভূমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে। সেখানে প্রচুর খালি জমি পড়ে আছে।
এদিকে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানায় সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দরকষাকষি সম্ভব নয় বলেও নিশ্চিত করে রিয়াদ।
এ নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, তিনি এমন কোনো চুক্তি করবেন না, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বিপজ্জনক হবে।
নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেয়ার প্রশ্নই ওঠে না, বিশেষ করে ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে। আপনারা কি জানেন, সেটা কি? একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি— হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরে রয়েছেন। সেখানেই তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ওই সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড