অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে বড় সুসংবাদ। প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিনটি সহজ সেটিংস চালু করলেই যেকোনো ব্যবহারকারী এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশনের আওতায় আসতে পারবেন। এতে নতুনদের দ্রুত আয়ের সুযোগ আরও বাড়ছে।
১) প্রফেশনাল মোড অন করা
২) ক্রিয়েটর টুলস সক্রিয় করা
৩) বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা
এই ধাপগুলো নিশ্চিত হলেই ক্রিয়েটরদের কনটেন্ট অটো রিচ পেতে শুরু করে এবং অ্যালগরিদম তাদের ভিডিও বা পোস্টকে দ্রুত বিস্তৃত দর্শকের সামনে তুলে ধরে। ফলে মাত্র ৫–৭ দিনের মধ্যেই মনিটাইজেশন যোগ্যতা পূরণ করা সম্ভব হচ্ছে।
নতুন আপডেটে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন একদম নতুন অ্যাকাউন্টধারী ক্রিয়েটররা। বিশেষজ্ঞদের মতে, এখন মনিটাইজেশনে পৌঁছানো আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে, যা তরুণদের কনটেন্ট তৈরিতে আরও অনুপ্রাণিত করবে।
প্ল্যাটফর্মের টেকনিক্যাল টিম জানায়, পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালুর পর নিয়মিত কনটেন্ট আপলোডকারীরা আগের চেয়ে দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন। এ কারণে অনেকেই সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের উৎস হিসেবে দেখতে শুরু করেছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড