খেলাধুলা ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দুই ম্যাচে গুলশানের বিপক্ষে ২২ ও রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৪ রানের ইনিংস খেলেন তামিম। তবে, আসরের তৃতীয় রাউন্ডে এসে শতকের দেখা পেলেন মোহামেডানের এই ওপেনার। পারটেক্সের বিপক্ষে খেলেছেন ১২৫ রানের হার না মানা এক ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২৩তম সেঞ্চুরি।
রোববার (৯ মার্চ) বিকেএসপির ৪নং গ্রাউন্ডে মোহামেডানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান।
আগে ব্যাট করে পারটেক্সের দেয়া ২১৯ রানের টার্গেটে খেলতে নেমে তামিমের ব্যাটে ঝড়ো শুরু পায় মোহামেডান। ৬৪ বল থেকে তুলে নেন ফিফটি। এরপর মুশফিকুর রহিমের সাথে তৃতীয় উইকেটে ১২২ রানের অনবদ্য এক জুটিতে দলকে ৭ উইকেটে বড় জয় এনে দেন তামিম।
১০৩ বলে তুলে নেন সেঞ্চুরি। ১১২ বলে ১২৫ রানের ইনিংসে ৫ ছক্কার পাশাপাশি ১১ দৃষ্টিনন্দন চার আসে তামিমের ব্যাটে।
অপরদিকে, বিকেএসপিতে আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে আবাহনী। আগে ব্যাট করে রূপগঞ্জের করা ২৬০ রানের জবাবে ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় গেল আসরের শিরোপাজয়ীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম