কলেজের বন্ধুকে যৌন নিগ্রহহের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। আটকের নাম মহম্মদ রিনিশ (২৭)। বাড়ি ভারতের কেরালায়।
নিগৃহীত ছাত্রের অভিযোগের ভিত্তিতেই রিনিশকে গ্রেফতার করে গাচিবৌলি থানার পুলিশ। আদালতে তোলা হলে আটক সেই ছাত্রকে পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসনে।
পুলিশ জানিয়েছে, আটক ও নিগৃহীত সেই দুই যুবক হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র। রিনিশ এমবিএ প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে বছর ১৯ বছরের নিগৃহীত ছাত্র সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। গত রবিবার রাতে ছাত্র আবাসনের নিজের ঘরেই ছিলেন সেই ছাত্র। এমন সময় আচমকাই তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় রিনিশ। কোনও রকম প্রতিরোধ করার আগেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই এমবিএ ছাত্র।
এই ঘটনায় নিগৃহীত ছাত্রের তরফে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় উল্লেখিত অস্বাভাবিক অপরাধের আওতায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
এই প্রসঙ্গে গাচিবৌলি থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত রিপোর্ট অনুসারে নিগৃহীত ও আটক দুই ছাত্রই দীর্ঘদিন পরস্পর পরস্পরকে চেনে। তাদের মধ্যে বন্ধুত্বও রয়েছে। আমরা এই সংক্রান্ত আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করছি। যা তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড