
তথ্য ও প্রযুক্তি ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শেষ হলো উইন্ডোজ ১০ এর সাপোর্ট। মাইক্রোসফট জানিয়েছে, এর পর ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স বা কাস্টমার সার্ভিস পাবেন না। যদিও পিসি স্বাভাবিকভাবে চালু থাকবে, কিন্তু নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে। উইন্ডোজ ১০ চালু হয় ২০১৫ সালে জুলাইতে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনের মতো এটি শুরুতেই জনপ্রিয় পায়নি। আপডেট বাগ, ড্রাইভার সমস্যা ও পুরোনো উইন্ডোজ ৭-এর ব্যবহারকারীরা আপগ্রেড নিয়ে দ্বিধায় ছিলেন।
তবে বছরের পর বছর নিয়মিত আপডেটে উইন্ডোজ ১০ হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম। মিলিয়ন ব্যবহারকারী এই সিস্টেমের পরিচিত লেআউট ও পারফরম্যান্সের কারণে এটিকে ব্যবহার করছেন। উইন্ডোজ ১১-এ আপগ্রেড করা নিরাপত্তা, হার্ডওয়্যার সাপোর্ট এবং বিল্ট-ইন এআই ফিচারের সুবিধা দেয়। মাইক্রোসফট এখনই সিস্টেমের কম্প্যাটিবিলিটি পরীক্ষা করে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে। যাদের কম্পিউটার উইন্ডোজ ১১-এর জন্য প্রস্তুত নয়, তারা প্রোগ্রামের মাধ্যমে সীমিত সময়ের জন্য নিরাপত্তা আপডেট পেতে পারেন।
তবে এর জন্য প্রতি দুই মাসে পর পর একবার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে। পুরোনো ডেস্কটপ যুগ থেকে ক্লাউড-ইন্টিগ্রেটেড সময়ের পথে যাত্রা শুরু করার ভারসাম্য রক্ষা করায় উইন্ডোজ ১০ স্মরণীয় হয়ে থাকবে। এটি গেমিং, অফিস ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড