বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ ২ শাখার সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রফেসর মোহাম্মদ ইউনুস ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতরা করেন। এরপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষর দায়িত্ব পালন করেন তিনি। পরে তিনি ২ বছর ৩ মাস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এরপরেই তাকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস জানান, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা সঠিকভাবে পালন করব। আলাপকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড