বরুড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ- বরুড়ায় পৌরসভার দেওড়া এলাকায় দেওড়া উচ্চ বিদ্যালয়ের জমি দখল শিরোনামে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পরও দখলদার আবদুস সাত্তার মাষ্টার ও বিএনপি নেতা আবদুল ওয়াদুদ এর দোকান ঘর সরাতে অনিহা লক্ষ্য করা গেছে। এদিকে এলাকার বিভিন্ন সূত্রে জানাযায় , পত্রিকায় নিউজ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দখলদারদেরকে বিদ্যালয়ের জমি থেকে তাদের দোকান ঘর নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে যেতে বলেন। উপজেলা প্রশাসনের আদেশের পর সকল দখলদার গন নিজ দায়িত্বে তাদের দোকান ঘর ভেঙ্গে নিয়ে যায় কিন্তু বিদ্যালয়ের শিক্ষক আবদুস সাত্তার ও বিএনপি নেতা আবদুল ওয়াদুদ তাদের দোকান ঘর ভাঙ্গেননি। নাম প্রকাশে অনিইচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান সাত্তার মাষ্টার বিভিন্ন সময়ে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধ ভাবে দীর্ঘদিন দোকানে নিয়ে বিদ্যুৎ ব্যবহার করেন । দোকান দখলের ব্যাপারে আবদুস সাত্তার মাষ্টারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার বিরোদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। আরেক দখলদার বিএনপি নেতা আবদুল ওয়াদুদ জানান, তিনি বিদ্যালয়ের নিকট জমি পাওনা আছেন আর তাই তিনি জমি দখল করে আছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান , অবৈধ দখলদারদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম