বহিঃশক্তির চাপের কাছে ইরান কখনো নতি স্বীকার করেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, বহিঃশক্তির চাপের কাছে তার দেশ কখনোই নতি স্বীকার করবে না।
সোমবার সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটিতে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
হাসান রুহানি বলেন, ‘ইরানি জনগণের সঙ্গে সম্মান ও যুক্তির ভাষায় কথা বললে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, সেই বিষয়টি আমরা আমরা বিদেশিদের জানিয়েছি। কিন্তু হুমকি, চাপ ও অবজ্ঞার ভাষায় কথা বললে ইরানিরা তা কোনদিনও মেনে নেবে না।’
বৈঠকে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। বলেন ইরানের নীতিতে কোনো পরিবর্তন হবে না।
২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতায় সই করেছিল ইরান। কিন্তু গত মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেন।
এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তি ও কাণ্ডজ্ঞানহীন একটি দেশ ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। কিন্তু ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।’
হাসান রুহানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায়। কিন্তু ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড