ঢাকা: নাম মিলে যাওয়ায় এক বাংলাদেশির লাশ সৌদিআরবে থেকে পাকিস্তানে পাঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরে লাশটি আবারও সৌদিআরবে ফেরত আনা হয়েছে। গত সপ্তাহে দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে থাকা ওই মরদেহটি পাকিস্তানি নাগরিক নিজামুল্লাহ বলে শনাক্ত করে।
শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর লাশ। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ নিতে নিজামুল্লাহের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু কফিন খুলেই স্বজনরা জানান, এটা তাদের নিজামুল্লাহর লাশ নয়।
নিজামুল্লাহর পরিবার ওই লাশ নিতে অস্বীকৃতি জানালে মরদেহটি আবারও সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফেরত পাঠানো হয় সৌদিআরবে।
পাকিস্তানের পেশওয়ার বাসিন্দা নিজামুল্লাহ সৌদিআরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন। এরপর লাশটি বাংলাদেশি নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায়।
এ ব্যাপারে দাম্মামে অবস্থানরত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহ বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড