অনলাইন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১২ জানুয়ারি লন্ডনে করেন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র সন্তান রেখে গেছেন।
জয়শ্রী কবিরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের ভাগিনা জাভেদ মাহমুদ।
১৯৬৮ সালে মিস ক্যালকাটা উপাধিতে ভূষিত হন জয়শ্রী কবির। প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমার মধ্য দিয়ে ৭০-এর দশকে চলচ্চিত্রে আসেন তিনি। চলচ্চিত্রে এসে তিনি জয় করে নিলেন তিনি আলমগীর করিব পরিচালিত সূর্য কন্যার ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় কলকাতার এই অভিনেত্রী অগুনতি দর্শকের হৃদয় জয় করে নেন। আলমগীর কবিরের চারটি ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন।
তার অভিনিত আরও উল্লেখযোগ্য ছবি হলো: কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’
(১৯৭৭), ‘রূপালী সৈকতে’ (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) ও ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।
জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড