বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার সকালে বাবাকে গলকেটে হত্যা করেছেন ছেলে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ঘটনার পর স্থানীয় লোকজন নিহতের ছেলে লাল মিঞা হাওলাদারকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ইউনুস হাওলাদার (৬৫) নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের প্রয়াত রাশেদ হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবুল বাশার জানান, উপজেলার জিউধরা গ্রামে শনিবার সাড়ে সাতটার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে ইউনুস ও লাল মিঞার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবার উপর ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলকেটে হত্যা করেন ছেলে। প্রতিবেশিরা কান্নাকাটির ও চিৎকার শুনে ওই বাড়িতে এসে ইউনুসের লাশ দেখতে পেয়ে লাল মিঞাকে ধরে ফেলেন।
পরে তারা পুলিশের খবর দেয়। পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক : ফয়সাল আহমেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), বার্তা সম্পাদক: মো: মোরশেদ আলম, মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক), সহ-বার্তা সম্পাদক: মো: জিল্লুর রহমান খান, সহকারী সম্পাদক : ইমরান হোসেন।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম