স্টাফ রিপোর্টার:বান্দরবানের লামা উপজেলায় পাতানো ও বহিরাগত অনুপ্রবেশ কারীদের দিয়ে ঘটিত কৃষকদল কমিটি বাতিলের প্রতিবাদে ২৫/১/২০২৫ ইং সকাল সাড়ে ১১ ঘটিকায় লামা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন লামা উপজেলা প্রকৃত কৃষকদলের সভাপতি মোঃ জহিরুল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,প্রকৃত কৃষক দলের আহবায়ক মোঃ জহিরুল।তিনি বলেন,আমরা লামা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্। গত ১২/০৮/২০২৩ইং তারিখে আমি মোঃ জহিরুল কে আহ্বায়ক ও মোঃ আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রদান করে জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সেই থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে লামা উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় সফর করে আহ্বায়ক কমিটি গঠন করে দেই। ঝিমিয়ে পড়া কৃষকদলকে পূর্নাঙ্গ মাত্রায় সচল করে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
কমিটি প্রদানের পর প্রতিটি আন্দোলন, সংগ্রামে বান্দরবান চট্টগ্রাম ঢাকা সমাবেশ গুলোতে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফায় ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় বিভিন্ন পোগ্রামে স্ব স্ব উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। গত ২৩/০১/২০২৫ ইং বৃহস্পতিবার বান্দরবান জেলার নতুন কৃষকদলের সভাপতি বহিরাগত ইয়াসিনুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটিকে বান্দরবানের কিছু সুযোগ সন্ধানী অর্থ প্রবণ দেখিয়ে কেন্দ্রীয় লিডার দের সাথে আঁতাত করে জেলা কমিটি নিয়ে আসে। কোন প্রকার পরামর্শ ছাড়াই, তিল,তিল করে গড়া আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সকল উপজেলা ও পৌর কমিটি গুলো ভেঙ্গে দেয়, যা অত্যান্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা লামা উপজেলা কৃষকদের পক্ষ হইতে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
এরপরেও যদি কখনো যদি লামা উপজেলা কৃষকদলের কমিটি করতে আসে বা জোর পূর্বক কমিটি করতে চায়, এতে কোন ঝামেলা সৃষ্টি হলে এর দায়ভার অনুপ্রবেশকারী ও বহিরাগত বান্দরবান জেলা কৃষকদলকে নিতে হবে। আমরা এই বিষয়ে কেন্দ্রীয় কৃষকদলের নেতৃবৃন্দের স্বু দৃষ্টি কামনা করছি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম