1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

বার্সেলোনার যে খেলোয়াড়কে বেচে দিতে চান মেসি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

বেশিরভাগ সময় বল দখলে রেখে এবং প্রচুর সুযোগ তৈরি করেও গোল পোস্টে সুযোগ করতে পারেনি বার্সেলোনা। হারার তিন মিনিট আগেও একটি পেনাল্টি রক্ষা করেছিলেন লিওনেল মেসি। এত কিছু করেও শেষ পর্যন্ত এস্পানিওলের বিপক্ষে হারতেই হয়েছে স্প্যানিশ এ ক্লাবটিকে।

এমন হারে রেগে গেছেন মেসি। তার সব রাগ দলের এক খেলোয়াড়কে ঘিরে। তাকে বার্সেলোনাতে আর দেখতেই চান না তিনি। মেসি চান ওই খেলোয়াড়কে বিক্রি করে দেয়া হোক। স্প্যনিশ সংবাদমাধ্যম দিয়ারিও গল এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন: উড়ন্ত বার্সাকে থামাল এস্পানিওল

মেসি যাকে বিক্রি করে দিতে চান সেই খেলোয়াড় হলেন অ্যালেক্স ভিদাল (২৯) । ওই খবরে বলা হয়েছে, বার্সেলোনার কোচ ভালভার্দেও আর স্প্যানিশ খেলোয়াড় ভিদালকে আর খেলাতে রাজি নন। ভিদালের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করতে পারেন না এবং গোলের সুযোগ তৈরি করতেও দক্ষ নন।

মেসির মতে, ভিদালের চেয়ে বার্সেলোনায় সার্জিও বরার্তো (২৫) বরং অনেক ভালো খেলে এবং দায়িত্ব নিয়ে খেলে।

কোচ ও সতীর্থের এমন অবস্থানের খবর সত্যি হলে ভিদাল হয়তো সত্যিই বার্সেলোনা ছাড়ছেন। এরইমধ্যে খবর প্রকাশ হয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা চলছে তার।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews