জীবন নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের মৃত্যুতে বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেয়ার কথা ছিল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেয়া হবে।
সোমবার রাত ১টা ২০মিটিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার রাজধানীর কাটাবন এলাকার এলিফেন্ট রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মঙ্গলবার সকাল ১০টায় কাটাবন মসজিদে তার প্রথম নামাজে জানাজা শেষে লাশ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিনে শ্রদ্ধা ও দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। এর পর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে এমকে আনোয়ারের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নেয়া হবে। সেখানে গ্রামের বাড়িতেই চির নিদ্রায় শায়িত হবে বিশিষ্ট এই রাজনীতিবিদ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড