মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ মধ্যে এক প্রীতি ভলিবল খেলা অনুিষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় জেলার প্রত্যন্ত সীমান্ত এলাকার ভোলাহাট পাবলিক ক্লাব ফুটবল মাঠে বিজিবি-বিএসএফের দুই দেশের সেক্টর কমান্ডাররা এ খেলার উদ্বোধন করেন।
৩ জন করে বিজিবি ও ৩ জন করে বিএসএফ সদস্যদের নিয়ে লাল ও সবুজ দল গঠন করা হয়। খেলায় ৩-২ সেটে সবুজ দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেন উভয় দেশের সেক্টর কমান্ডার।
এই সময় উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ভারতের মালদা বিএসএফের সেক্টর কমান্ডার শ্রী সঞ্জয় গৌর ও বহরমপুর বিএসএফরে ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার শ্রী রাজপাল সিংসহ দুই দশেরে ঊর্ধ্বতন র্কমর্কতারা। বসবাসরাত হাজার হাজার নারী পুরুষ খেলা উপভোগ করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম