বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। জানা গেছে, শনিবার (২৩ জুন) বিকালে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এরপর রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে দুই পরিবার ও বন্ধুদের নিয়ে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন আতাউর রহমান, নাবিলা, সামিয়া আফরিন, চৈতী, কণা, কোনাল, এলিটা, সানবীম, আশফাক নিপুণসহ অনেকেই।
নতুন জীবন প্রসঙ্গে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন বলেন একই কথা, ‘সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি আমরা।’
এর আগে চলতি বছরের ১৬ মে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, এটি দুজনেরই সংসার জীবনের দ্বিতীয় অধ্যায়। বাপ্পা মজুমদার এর আগে ভালোবেসে বিয়ে করেন অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনীকে। ২০০৮ সালের ২১ মার্চ বিয়ে করেন তারা। দীর্ঘ নয় বছর সংসারজীবনের পর ছাড়াছাড়ি হয় বাপ্পা-চাঁদনীর।
অন্যদিকে ২০১০ সালের ৩০ মার্চ চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন তানিয়া। এক বছরের মাথায় সে বিয়ে ভেঙে যায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম