লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মাস্টারেরবাড়ি সীমান্ত থেকে রেজাউল করিম (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। রেজাউল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (ডাঙাপাড়া) এলাকার আব্দুল জলিলের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাবপিলার সীমান্ত পথে ১০/১২ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারী দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ভারতের কোচবিহার জেলার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রেজাউলকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে শনিবার সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হলেও বিএসএফ সদস্যরা তা প্রত্যাখান করে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ মুনীরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে উভয় দেশের কয়েকজন গরু পারাপারকারী রাখাল সীমান্তে জড়ো হয়েছিল। এমন খবর পেয়ে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে রেজাউল নামে একজনকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে শনিবার সকালে কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহ্বান করলেও বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম