অনলাইন ডেস্ক: শ্রমিকদের পাওনা আগামী বৃহস্পতিবারের (২৭ মার্চ) মধ্যে পরিশোধ করতে হবে। না হলে কারখানা মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ৯৯ ভাগ গার্মেন্টসে বেতন ভাতা হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ১২টা প্রতিষ্ঠানের মালিক বিদেশে যেতে পারবেন না। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না। বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে।
সাখাওয়াত হোসেন জানান, শ্রম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার পর মামলার সময় আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া, পাকিস্তানি এক শ্রমিক নেতা আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তারা অভিযোগ তুলে নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের আমলে ফৌজদারি অপরাধে এক শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়গুলো আইএলওকে জানানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড