আখাউড়া প্রতিনিধি: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫টায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে প্রধান উপদেষ্টার পাঠানো উপহারের ৩০০ কেজি আম ত্রিপুরায় প্রবেশ করে।
বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে ওই আম আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা চঞ্চল দে’র কাছে আমগুলো হস্তান্তর করেন আগরতলা বন্দর সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দী।
আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দর কাস্টমসে আনা হয়।
আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সদরুল হাসান চৌধুরী আকাশ বলেন, ৬০টি কার্টনে ভর্তি ৩০০ কেজি আমের সবই হাঁড়িভাঙ্গা জাতের। বিকাল ৫টায় আম ভর্তি পিকআপ আখাউড়া বন্দরে পৌঁছলে কাস্টমস এর কার্যক্রম শেষে সরাসরি আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম