ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। এক কর্মকর্তা জানান, ‘গত ১২ ঘণ্টায় রাজ্যের মুজাফ্ফর নগর ও শামলী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর সীমান্তবর্তী এ রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি বলেন, মুজাফ্ফরনগরের মিরানপুর শহরে তীব্র শীতে ৭০ বছর বয়স্ক একজন এবং জানসাথ শহরে ৪০ বছরের একজন মারা যায়। একই জেলার বিহারীগড় গ্রামে ৫০ বছর বয়স্ক একজন দিনমজুর ও মারা যায়।
ওই কর্মকর্তা জানান, একই কারণে শামলী রেলওয়ে স্টেশনের কাছে প্রচণ্ড শীতে ৪৮ বছর বয়স্ক আরো একজন লোক মারা যায়। ‘সবগুলো মরাদেহ জেলার হিমঘরে রাখা হয়েছে’।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড