স্টাফ রিপোর্টার: দেশে পরপর কয়েকটি ভূমিকম্পের পর বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) রোববার (২৩ নভেম্বর) ঘোষণা করেছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের তেল ও গ্যাস কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত থাকবে। তবে এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “পরপর কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই তেল-গ্যাস কূপ কার্যক্রম ভূমিকম্পকে যেন প্রভাবিত না করে, এ কথা বিবেচনায় সাময়িকভাবে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আজ থেকে আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কূপ খনন এবং সিসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে একই দিনে সকাল ৮টার পর পুনরায় কার্যক্রম শুরু হবে। এই সময়ে যদি নতুন কোনো ভূমিকম্প ঘটে, তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পেট্রোবাংলা আগেই জানাবে।
বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলছিল। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রমও চলমান রয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, জননিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড